বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ীতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ঝিনাইদহে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত পিআরসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে জামায়াতের মানববন্ধন মিরপুরে অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যুতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার শোক প্রকাশ, আর্থিক সহায়তার কুমিল্লা তিতাসে হাত ধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও র‍্যালী অনুষ্ঠিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে কুমিল্লা উত্তর জেলা আহ্বায়ক আক্তারুজ্জামান সরকারের সৌজন্য সাক্ষাৎ ট্রাম্পের ‘বন্ধুত্বের হাত’: এবার ইরানের সঙ্গে নতুন চুক্তির আশা কি সত্যি মিরপুর শিয়াল বাড়িতে আগুনে ১৬ জনের মৃত্যু কালীগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

৬ হাজার কোটি টাকার টি-টোয়েন্টি লিগ আনছে সৌদি আরব

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

স্পোার্টস ডেস্ক

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তবে এই তালিকায় সর্বোচ্চ অবস্থানে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিশাল অর্থের ঝনঝনানি, তারকা ক্রিকেটারদের সমাগম এবং জনপ্রিয়তায় এখন পর্যন্ত আইপিএলের সমকক্ষ কোনো লিগ তৈরি হয়নি। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের আধিপত্যও বেড়েই চলেছে।

কিন্তু এই বাস্তবতা বদলানোর পরিকল্পনা নিয়েছে সৌদি আরব। প্রায় ৬ হাজার কোটি টাকা (৫০০ কোটি ডলার) বাজেটের একটি নতুন টি-টোয়েন্টি লিগ চালুর পরিকল্পনা করছে দেশটি। টেনিসের গ্র্যান্ড স্লামের আদলে বছরে চারটি ভিন্ন দেশে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাবেক বোর্ড সদস্য এবং অজি অধিনায়ক প্যাট কামিন্সের ম্যানেজার নিল ম্যাক্সওয়েল এই লিগ বাস্তবায়নের জন্য কাজ করছেন। এক বছর ধরে গোপনে চলা এই প্রকল্পে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস’ প্রায় ৬০৬৯ কোটি টাকা বিনিয়োগ করতে চায়।

তবে এই লিগ আয়োজনের জন্য সৌদি ক্রিকেট কর্তৃপক্ষকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমতি পেতে হবে। বিশেষ করে, ভারতীয় ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে বিসিসিআই-এর সম্মতি দরকার। পাশাপাশি ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অনুমোদনও নিতে হবে। শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নির্ভর করবে আইসিসির বর্তমান সভাপতি জয় শাহর ওপর।

সৌদি আরব ক্রীড়াঙ্গনে বিপুল পরিমাণ অর্থ ঢালছে। ১ লাখ কোটি ডলারের (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ২১ লাখ ৩৯ হাজার কোটি টাকা) বাজেট নিয়ে তারা বৈশ্বিক ক্রীড়া খাতে বিনিয়োগ করছে। ফুটবল, গলফ, বক্সিং, টেনিস, ফর্মুলা ওয়ান রেসিংসহ নানা খেলায় তারা বিশাল অঙ্কের অর্থ ঢালছে।

এরই ধারাবাহিকতায় এবার ক্রিকেটেও বড় পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে দেশটি। ধারণা করা হচ্ছে, এই লিগ সফল হলে বিশ্ব ক্রিকেটের অর্থনৈতিক ভারসাম্যে পরিবর্তন আসতে পারে, বিশেষ করে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বাইরের বোর্ডগুলোর জন্য এটি বড় স্বস্তি আনতে পারে।

সৌদি আরব ইতোমধ্যেই ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক স্বত্ব পেয়েছে। পাশাপাশি, ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের জন্যও বিড করার পরিকল্পনা করছে। কিছুদিন আগেই আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবের জেদ্দায়।

তবে বিশ্লেষকদের মতে, এই বিশাল বিনিয়োগ ক্রীড়াঙ্গনে সৌদি আরবের ভাবমূর্তি উজ্জ্বল করতে ‘স্পোর্টস ওয়াশিং’ কৌশলের অংশ। কারণ, বিগত বছরগুলোতে মানবাধিকার লঙ্ঘনের কারণে দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাগুলোতে বিপুল অর্থ বিনিয়োগ করে সেই ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করছে।

নতুন এই টি-টোয়েন্টি লিগ কবে শুরু হবে তা এখনো নিশ্চিত নয়। তবে এটিকে বাস্তবে রূপ দিতে হলে সৌদি আরবকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বিশেষ করে আইসিসি ও ক্রিকেট বোর্ডগুলোর সম্মতি পাওয়াই হবে সবচেয়ে কঠিন কাজ। এখন দেখার বিষয়, ক্রিকেট বিশ্বে সৌদি আরব কতটা প্রভাব বিস্তার করতে পারে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৪ পূর্বাহ্ণ
  • ১১:৪৮ পূর্বাহ্ণ
  • ১৫:৫৫ অপরাহ্ণ
  • ১৭:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৫০ অপরাহ্ণ
  • ৫:৫৬ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102