বিশেষ প্রতিনিধি :
আসন্ন ২৭ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিতব্য “সাংবাদিক মিলন মেলা–২০২৫” উদযাপন উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে। এ উপলক্ষে সংস্থার উদযাপন কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি লায়ন মোঃ আতিকুর রহমান আজাদ ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো-কে।
উক্ত দায়িত্ব হস্তান্তর করেন সংস্থার নীতি নির্ধারণ পরিষদের সদস্য সম্মানিত মুহম্মদ মনজুর হোসেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
নীতি নির্ধারণ পরিষদের সদস্য সচিব ও নির্বাহী পরিষদের সহ-সভাপতি মোঃ আবুল বাসার মজুমদার, দপ্তর সচিব মোঃ রাব্বী মোল্লা,
এবং সদস্য আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম।
উল্লেখ্য উক্ত কমিটি করার জন্য নিরলস অনেকদিন পর্যন্ত কাজ করছেন সংস্থার কেন্দ্রীয় সভাপতি মোছাঃ আছিয়া আক্তার, মহাসচিব মোঃ আলমগীর গনি, কেন্দ্রীয় নীতি নির্ধারক পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল হোসেন ও সদস্য মুহম্মদ মনজুর হোসেন। আলহামদুলিল্লাহ সাংবাদিক মিলন মেলা উদযাপন কমিটির জন্য দুজন যোগ্য মানুষকে পেয়েছেন।
উপস্থিত বক্তারা সদস্য সচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং আসন্ন মিলন মেলাকে সফল ও বর্ণাঢ্যভাবে আয়োজনের জন্য পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দেন।
দায়িত্ব গ্রহণ শেষে সদস্য সচিব টিটো বলেন—
> “সাংবাদিক মিলন মেলা শুধুমাত্র একদিনের উৎসব নয়, এটি সাংবাদিক সমাজের ঐক্য, সম্প্রীতি ও পেশাগত বন্ধুত্বের প্রতীক। আমি আশা করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের আয়োজন হবে সবচেয়ে সফল ও স্মরণীয় একটি অনুষ্ঠান।”
উল্লেখ্য, “সাংবাদিক মিলন মেলা–২০২৫” এ দেশের বিভিন্ন প্রান্তের গণমাধ্যমকর্মী, সম্পাদক, সংবাদপত্র ও অনলাইন পোর্টালের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
১১/১০/২০২৫
কেন্দ্রীয় কার্যালয়