বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ীতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ঝিনাইদহে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত পিআরসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে জামায়াতের মানববন্ধন মিরপুরে অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যুতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার শোক প্রকাশ, আর্থিক সহায়তার কুমিল্লা তিতাসে হাত ধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও র‍্যালী অনুষ্ঠিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে কুমিল্লা উত্তর জেলা আহ্বায়ক আক্তারুজ্জামান সরকারের সৌজন্য সাক্ষাৎ ট্রাম্পের ‘বন্ধুত্বের হাত’: এবার ইরানের সঙ্গে নতুন চুক্তির আশা কি সত্যি মিরপুর শিয়াল বাড়িতে আগুনে ১৬ জনের মৃত্যু কালীগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মিরপুর শিয়াল বাড়িতে আগুনে ১৬ জনের মৃত্যু

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পাঁচতলা একটি ভবন, আগুনে পুড়ে গেছে একাধিক পোশাক কারখানা ও একটি প্রিন্টিং ফ্যাক্টরি।

এ আগুনে অন্তত ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, ভবনের তিন ও চার তলায় অবস্থিত ছিল ‘আর এন ফ্যাশন’ নামে একটি গার্মেন্টস,
সেখানেই কাটিং মাস্টার হিসেবে কাজ করতেন নাজমুল ইসলাম এক বছর ধরে এ প্রতিষ্ঠানে কর্মরত নাজমুল আগুন লাগার সময় ভবনের চারতলায় ছিলেন মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে ভয়াবহ সেই মুহূর্তের কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমি চারতলায় কাজ করছিলাম হঠাৎ একটা শব্দ শুনতে পাই, জানালা খুলে দেখি সামনের কেমিকেল আর ওয়াস ফ্যাক্টরির মাঝখান দিয়ে আগুন বের হচ্ছে আগুন আমাদের দিকেই ছুটে আসছে নিচে নামার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, চারতলায় আমরা আটকে পড়েছিলাম পরে ভবনের পেছনের দিকের জানালা ভেঙে এক ব্যক্তি তাদের সাতজনকে বের করে আনেন আমরা পাশের টিনশেডের ওপর লাফ দেই কোনোমতে বাঁচতে পেরেছি তবে তিনতলার কেউ বের হতে পেরেছে কিনা জানি না।

ভবনটি ছিল পাঁচতলা প্রতিটি ফ্লোরে আনুমানিক ১৫ থেকে ২০ জন করে কর্মী কাজ করতেন পাঁচতলার কর্মীরা সবাই বের হতে পেরেছেন বলে জানা গেলেও তিনতলার অনেকের খোঁজ এখনো মেলেনি।

তিনি আরও জানান, দোতলায় ছিল ‘স্মার্ট প্রিন্টিং’ নামে একটি টি-শার্ট প্রিন্ট ফ্যাক্টরি, যেখানে ছয়জন কর্মী ছিলেন সেদিন তাদের ছুটি থাকায় সবাই নিরাপদে ছিলেন ভবনের নিচতলা ছিল খালি।
‘আর এন ফ্যাশন’ গার্মেন্টসের মালিক রেজাউল ইসলাম ও নজরুল ইসলাম তাদের নামের অক্ষর নিয়েই গার্মেন্টসটির নামকরণ করা হয়েছে। গেঞ্জি তৈরির কাজ করা হতো এ ফ্যাক্টরিতে পাঁচতলায় ছিল আরেকটি গার্মেন্টস ‘বিসমিল্লাহ ফ্যাশন’, যার মালিক রাজীব।

নাজমুল জানান, তিন নম্বর সড়কের ওই ভবনের হোল্ডিং নম্বর ৪১। চারতলার ওপরে টিনের ছাউনি দিয়ে আরেকটি তলা তৈরি করা হয়েছিল, ভবনের মাঝখানে ছিল একটি মাত্র সিঁড়ি—যা দিয়ে কর্মীদের ওঠানামা করতে হতো, আগুনে বিধ্বস্ত ভবনটিতে এখনো ছড়িয়ে আছে পোড়া কাপড়, ভাঙা মেশিন আর অজানা আতঙ্কের গন্ধ বেঁচে ফেরা নাজমুলের চোখে এখনো সেই আগুনের লেলিহান শিখা ভাসে, আমরা যারা বের হতে পেরেছি, শুধু আল্লাহর রহমতেই বেঁচে গেছি।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী সংবাদ সম্মেলনে জানান, ‘গার্মেন্টস অংশ থেকে মোট ১৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে, একজন স্বেচ্ছাসেবক আহত হয়েছেন তবে ফায়ার সার্ভিসের কেউ আহত হননি। তিনি বলেন, মরদেহগুলোর অবস্থা এমন যে, চেহারা দেখে বা অন্য কোনোভাবে শনাক্ত করা সম্ভব নয়, ডিএনএ টেস্ট ছাড়া পরিচয় নিশ্চিত করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৪ পূর্বাহ্ণ
  • ১১:৪৮ পূর্বাহ্ণ
  • ১৫:৫৫ অপরাহ্ণ
  • ১৭:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৫০ অপরাহ্ণ
  • ৫:৫৬ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102