ডেস্ক রিপোর্ট :
উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী কানিজ ফাতেমা মাতৃছায়া স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত এফ ডি এস বৃত্তি পরীক্ষায় বৃত্তি লাভ করে করেছে। গতকাল বৃত্তিপ্রাপ্ত সকলের হাতে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহামদ কামাল হোসেন। এফ ডি এস) মেধাবৃত্তি কর্তৃক আয়োজিত ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে’ শিক্ষার্থী মেধা স্থানে উত্তীর্ণ তাকে (এফ ডি এস) মেধা বৃত্তি থেকে সম্মাননা স্বরুপ (সাটিফিকেট, ক্রেষ্ট এবং নগদ অর্থ) প্রদান করা হয়।
এবিষয়ে উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা তার এই অর্জনে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আল্লাহ তাকে আরও সফলতা দান করেন। আমাদের পক্ষ থেকে রইলো আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা, দোয়া।