তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার দাউদকান্দিতে রাইজিং স্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়ে তিতাসের জিনিয়াস একাদশ ৫ গোলে জয় লাভ করেছে।
গতকাল ২০ সেপ্টেম্বর শনিবার বিকেলে দাউদকান্দি উপজেলার গৌরীপুর আজিজিয়া হাইস্কুল মাঠে রাইজিং স্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় তিতাসের জিনিয়াস ফুটবল একাদশ ৫-১ গোলের বড় ব্যবধানে নারায়নগঞ্জের নীট কনসার্ন ফুটবল একাডেমিকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় ম্যানেজার সরকার আবুল কালাম আজাদের টিম।খেলায় প্রধান অতিথি ছিলেন গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক জননন্দিত চেয়ারম্যান প্রধান অতিথি আবুল হাশেম। খেলার উদ্বোধক ছিলেন সাবেক ভিপি ও ক্রীড়াবিদ জাহাঙ্গীর আলম, সভাপতিত্ব করেন ক্রীড়ানুরাগী আক্তারুজ্জামান খোকন।
ধারাভাষ্যে দর্শক মাতিয়ে রাখেন হোমনার কালো মানিক, কবি দেলোয়ার ও রেফারি ছিলেন মো. শফিকুল ইসলাম। জিনিয়াসের আতিক সেরা খেলোয়াড় নির্বাচিত হন কিন্তু তিনি বিপক্ষ দলের খেলোয়াড়কে ধাক্কা দেওয়ার বিষয়টি রেফারি মেনে নিতে না পারায় হলুদ কার্ড প্রদর্শন করে। হলুদ কার্ড অত্যাশন্ন দেখে মাঠ কাঁপানো আতিক কিছু সময় আ হতের কারণে মাঠেই গড়াগড়ি করে। তিনজন বিদেশি খেলোয়াড় সহ অন্যান্যদের ক্রীড়া নৈপুণ্য দর্শকদের মুগ্ধ করে।