মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি :
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও আরডিআরএস বাংলাদেশ এর যৌথ আয়োজনে আজ (৪ ডিসেম্বর) বৃহস্পতিবার ২০২৫ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নং বড়পলাবাড়ী মোড়লহাট জনতা স্কুল মাঠে সকাল ১১ টার সময় একটি কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওক্ত হারভেস্ট প্লাস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন রিঅ্যাক্টস ইন প্রজেক্টের আওতায় আজকের এই প্রশিক্ষণ অনুষ্ঠানে মানবদেহে জিংকের গুরুত্ব, জিংকের প্রয়োজনীয়তা ও অভাবজনিত লক্ষণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও ব্রি ধান৭৪ ও ব্রি ধান১০২ জাতের ধানে জিংক এর পরিমাণ ও জিংক ধান উৎপাদন কৌশল, বীজ সংরক্ষণ পদ্ধতি ইত্যাদি বিষয়ে বক্তারা আলোচনা করেন।
ওয়ার্ল্ড ভিশন ও আরডিআরএস বাংলাদেশ রিঅ্যাক্টস- ইন প্রজেক্টের আওতায় আজ মোট ২৯৫ জন কিষানীকে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে প্রতি জনকে ৪ কেজি হারে জিংক সমৃদ্ধ বিধান ৭৪ এর বীজ বিতরণ করা হয়েছে। কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লতিফুল হাসান ও ৪ নং বড় পলাশবাড়ী ইউনিয়নের মোড়লহাট ব্লকের উপসহকারী কর্মকর্তা রাশেদুজ্জামান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিআরএস বাংলাদেশ এর টিম লিডার (এগ্রিকালচার এন্ড ক্লাইমেট চেঞ্জ) ড: এ কে এম সালাহ্উদ্দিন, এছাড়াও আরো উপস্থিত ছিলেন আরডিআরএস এর টেকনিক্যাল কর্মকর্তা (কৃষি ও পরিবেশ) রবিউল আলম, গবেষণা সহযোগী পল্লব গোস্বামী এবং রিঅ্যাক্টস ইন প্রজেক্ট আরডিআরএস বাংলাদেশ এর কৃষি অফিসার আবদুল্লাহ আল বাকিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।