শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া আমেরিকা থেকে ৬০ হাজার ৯৫০ মেট্রিক টন গম নিয়ে MV LOWLANDS PATRASCHE জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে পৌঁছেছে দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে বাইরে থেকে চিনি আমদানি করা হবে না – শিল্প উপদেষ্টা নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি ইসমাঈল সিরাজীর মার্চ ফর হাতপাখা আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তিনটি কনভেনশন একসঙ্গে অনুসমর্থন এক ঐতিহাসিক সিদ্ধান্ত —- শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পরিচালক নির্বাচনে ভোট জালিয়াতি, বোর্ড পুনর্গঠনের নির্দেশ ফায়ার সার্ভিসের ভলান্টিয়ারদের সুযোগ-সুবিধা প্রদান ও প্রশিক্ষণের মান বৃদ্ধির চিন্তাভাবনা করছে সরকার – স্বরাষ্ট্র উপদেষ্টা ঝিনাইদহে নাসিমন চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের নির্দেশ হিমালয় অঞ্চলে জলবায়ু সহনশীলতা গড়তে পানি ন্যায্যতা ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারের আহ্বান –পরিবেশ উপদেষ্টা

সুনামগঞ্জের যাদুকাটা নদীতে বিজিবি ও প্রশাসনের সম্মিলিত অভিযান অব্যাহত থাকায় নদীরপাড় কাটা বন্ধ, স্বস্তিতে নদীতীরের গ্রামবাসী

কুলেন্দু শেখর দাস
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান (বিজিবি)”র প্রস্তাবনা অনুযায়ী জেলা ও উপজেলা প্রশাসনসহ সম্মিলিত প্রচেষ্টায় সরকারের লীজকৃত এরিয়া ছাড়া কিছু স্থানীয় অসুাধ ও একটি কুচক্রীমহল কর্তৃক নদীর পাড় কাটাচক্রের হাত থেকে বালু মহাল এরিয়া এখন সুরক্ষিত রয়েছে।

শুক্রবার সরেজিমনে যাদুকাটা নদীতে ঘুরে স্থানীয় লোকজনের সাথে কথা বলার পাশাপাশি চব্বিশ ঘন্টা (দিন ও রাত) বিজিবির সদস্যদের টহল জোরদারের দৃশ্যটি দেখে নদী তীরবর্তী গ্রামগুলোর অসহায় মানুষের নজর কেড়েছে এবং তারা স্বস্তিতে নিঃশ্বাস ফেলছেন। প্রাকৃতিক সৌন্দর্যের অপরা সম্ভাবণাময় পর্যটন স্পর্ট হিসেবে খ্যাত যাদুকাটা নদী ও বারিকেলটিলা,শিমুলবাগান এরিয়ে এখন সুরক্ষিত। নদীতে নেই কোন অবৈধ বালু উত্তেলেনে ড্রেজার মেশিনের তান্ডব। কিন্ত সপ্তাহখানের আগে ও এই নদীতে স্থানীয় একটি প্রভাবশালী কুচক্রীমহল দখলকৃত খাস জমি বিক্রি করেছিল বালুখেকোদের নিকট। যার কারণে নদী তীরবর্তী পাড়ের জমি অবৈধভাবে বালু লুট করে নেওয়ার কারণে নদী তীরবর্তী গ্রামগুলো ভাঙ্গনের সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্ত এক সপ্তাহ ধরে সিভিল প্রশাসনকে সাথে নিয়ে টাস্কফোর্স গঠন করে সীমান্ত বাহিনী বিজিবি”র সদস্যরা নদীর বালুমহালে নিয়মিত অভিযান পরিচালনা করায় নদীতে পূর্বে ও সৌন্দর্য্য আবারো ফিরে আসতে শুরু করেছে।

এছাড়াও ক্যাম্পে জনবল বৃদ্ধিসহ যাদুকাটা নদীতে চব্বিশ ঘন্টা দিন এবং রাতে মিলে টহল কার্যক্রম পরিচালনা করে আসছেন বিজিবি”র সদস্যরা। সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে এইসব অবৈধ নদীর পাড়কাটা ভূমিদস্যুদের অবৈধ বালু উত্তোলন বন্ধে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সদস্যরা। বর্তমানে বিজিবি”র টহল তৎপরতার পাশাপাশি সিভিল প্রশাসন কর্তৃক যৌথভাবে নদীতে অভিযান পরিচালনা করার ফলে অবৈধভাবে বালু উত্তোলনের কার্যক্রমে সফলতা এসেছে।

এখন যাদুকাটা নদীতে ইজারা বর্হিভূত এলাকায় অবৈধভাবে ড্রেজার ও বোমা মেশিনের নদীর পাড় কাটার দৃশ্য চোখে পড়ছে না। নিয়ম মেনে যাদুকাটা নদীর গভীর হতে সঠিক পদ্ধতিতে বালু উত্তোলন করছেন বৈধ বালু ব্যবসায়ীরা। এলাকাবাসির দাবি বর্তমান স্থীতিশীল অবস্থা বজায় রেখে বৈধ উপায়ে ইজারাভূক্ত এলাকা থেকে সনাতন পদ্ধতিতে যেন ইজারাদারগণ বালু উত্তোলন করেন। এজন্য বিজিবি,পুলিশসহ প্রশাসনের কার্যকর পদক্ষেপে সর্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আসার ফলে বর্তমান স্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য সরকার ও প্রশাসনের নিকট জোর দাবি জানান।

এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির জানান,ভবিষ্যৎ এ যদি কেহ নিয়ম ভঙ্গ করে অবৈধভাবে বালু উত্তোলন করতে চেষ্টা করেন তাহলে সাথে সাথে সিভিল প্রশাসন,স্থানীয় জনসাধারনকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে । তিনি আরো বলেন,অবৈধ বালু উত্তোলন বন্ধে চব্বিশ ঘন্টা বিজিবি”র সদস্যা নিয়োজিত থাকলে সীমান্ত সুরক্ষাসহ অস্ত্র,মাদক চোরাচালান বন্ধে বিজিবি”র মূল দায়িত্ব ব্যাহত হবে বলে তিনি আশংঙ্কা প্রকাশ করেন। তাছাড়া দেশের প্রাকৃতিক সৌন্দর্যেও অপার সম্ভাবণাসময় পর্যটন স্পষ্ট হিসেবে খ্যাত রুপের রানী যাদুকাটা,বারেকটিলা,শিমুলবাগান ও ৩৬০ আউলিয়ার দেশ পূণ্যভূমি সিলেট-সুনামগঞ্জের যাদুকাটা নদীর পাড়ে রয়েছে হযরত(রহঃ) শাহ আরেফিনের মাজার ও হিন্দু সম্প্রদায়ের পবিত্র স্থান শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভূর বাড়িসহ আরো অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। তাই পরিবেশ সুরক্ষাসহ যাদুকাটা নদীর পাড় কাটা রক্ষায় প্রশাসনের সাথে স্থানীয় এলাকার জনসাধারন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সহযোগিতা তিনি কামনা করছেন। বর্তমান অবস্থা বজায় থাকলে লোকালয় পর্যটন স্পর্টসহ নদী,গ্রাম ভাঙ্গণ রোধ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ##

কুলেন্দু শেখর দাস
সুৃনামগঞ্জ প্রতিনিধি
২৪.১০.২০২৫

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৫:৩৫ অপরাহ্ণ
  • ১৭:১৪ অপরাহ্ণ
  • ১৮:৩৩ অপরাহ্ণ
  • ৬:২৭ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102