শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া আমেরিকা থেকে ৬০ হাজার ৯৫০ মেট্রিক টন গম নিয়ে MV LOWLANDS PATRASCHE জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে পৌঁছেছে দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে বাইরে থেকে চিনি আমদানি করা হবে না – শিল্প উপদেষ্টা নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি ইসমাঈল সিরাজীর মার্চ ফর হাতপাখা আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তিনটি কনভেনশন একসঙ্গে অনুসমর্থন এক ঐতিহাসিক সিদ্ধান্ত —- শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পরিচালক নির্বাচনে ভোট জালিয়াতি, বোর্ড পুনর্গঠনের নির্দেশ ফায়ার সার্ভিসের ভলান্টিয়ারদের সুযোগ-সুবিধা প্রদান ও প্রশিক্ষণের মান বৃদ্ধির চিন্তাভাবনা করছে সরকার – স্বরাষ্ট্র উপদেষ্টা ঝিনাইদহে নাসিমন চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের নির্দেশ হিমালয় অঞ্চলে জলবায়ু সহনশীলতা গড়তে পানি ন্যায্যতা ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারের আহ্বান –পরিবেশ উপদেষ্টা

নারায়ণগঞ্জ-৪ আসনে জমে উঠেছে নির্বাচনী মাঠ— হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী টানা নির্বাচনীয় এলাকায় চষে বেড়াচ্ছেন

নূরনবী সোহেল, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-৪ আসনে জমে উঠেছে নির্বাচনী মাঠ—
হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী টানা নির্বাচনীয় এলাকায় চষে বেড়াচ্ছেন

নূরনবী সোহেল, স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা–সদর আংশিক) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীদের তৎপরতা দারুণভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন দলের প্রার্থীরা যেমন নিজ নিজ মত করে মাঠে প্রচার-প্রচারণা চালাচ্ছেন, তেমনই ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীও টানা মাঠে সরব উপস্থিতি ধরে রেখেছেন।

প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই তিনি ওয়ার্ডভিত্তিক গণসংযোগ, মতবিনিময় সভা, উঠান বৈঠক ও সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রেখে নির্বাচনী এলাকা জুড়ে দিনরাত ব্যস্ত সময় পার করছেন। এলাকার উন্নয়ন-অবনয়ন, জনভোগান্তি ও সামাজিক সংকট নিয়ে দীর্ঘদিন কাজ করায় সাধারণ মানুষের মাঝেও তার প্রতি ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে। বিভিন্ন এলাকায় গণসংযোগ করতে গিয়ে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন বলেও জানা গেছে।

মুফতি ইসমাঈল সিরাজী বলেন,
“ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় দেশ, ধর্ম ও জাতির কল্যাণে কাজ করে। আমাদের মূল স্লোগান— ‘শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই’। স্বাধীনতার পর থেকে শুধু নেতৃত্বের পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয়নি। শাসনব্যবস্থা ও মানুষের ভাগ্যের যে পরিবর্তন প্রয়োজন— তা হয়নি। এবার আমরা সেই কাঙ্ক্ষিত পরিবর্তনের পথে জনগণকে সঙ্গে নিতে চাই।”

তিনি আরও জানান, কিছু অসৎ মহল তার জনপ্রিয়তা নষ্ট করতে মিথ্যা ও গুজব ছড়ানোর চেষ্টা করছে।
“আমি নির্বাচনে আসার পর থেকেই আমার ব্যবসা প্রতিষ্ঠানকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, বিভিন্ন গুপ্ত প্ল্যাটফর্মে অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু আমি মিথ্যার সাথে আপোষ করি না, অপপ্রচারের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান করব।”

নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়ন নিয়ে নিজের অঙ্গীকারের কথা বলতে গিয়ে তিনি বলেন,
“আমি নারায়ণগঞ্জের সন্তান। এমপি হই বা না হই— নারায়ণগঞ্জের সংকটে আমি সবসময় পাশে ছিলাম, থাকব। রাস্তাঘাটের চলমান দুরাবস্থা দূরীকরণ, জলাবদ্ধতা সমস্যা সমাধান, গ্যাস সংকট নিরসন এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নারায়ণগঞ্জ গড়াই আমার লক্ষ্য।”

একই সঙ্গে অতীত আন্দোলন-সংগ্রামেও নিজের ভূমিকার কথা তুলে ধরেন তিনি।
“হেফাজতের আন্দোলন, টিপাইমুখ বাঁধ বিরোধী লংমার্চ, ২৪-এর গণঅভ্যুত্থান— প্রতিটি আন্দোলনে পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশে সহযোদ্ধাদের নিয়ে রাজপথে ছিলাম। বন্যার্তদের সাহায্য, রোহিঙ্গাদের মানবিক সহায়তা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো— এসব সেবামূলক কাজে সবসময় সক্রিয় ছিলাম।”

সবশেষে তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন,
“মিথ্যার সাথে আপোষ নয়। ধর্ম, দেশ ও জাতির কল্যাণে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যেতে চাই।”

নির্বাচন যত ঘনিয়ে আসছে, নারায়ণগঞ্জ-৪ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর মাঠপর্যায়ের তৎপরতা ততই আলোচনায় উঠে আসছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৫:৩৫ অপরাহ্ণ
  • ১৭:১৪ অপরাহ্ণ
  • ১৮:৩৩ অপরাহ্ণ
  • ৬:২৭ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102