শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া আমেরিকা থেকে ৬০ হাজার ৯৫০ মেট্রিক টন গম নিয়ে MV LOWLANDS PATRASCHE জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে পৌঁছেছে দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে বাইরে থেকে চিনি আমদানি করা হবে না – শিল্প উপদেষ্টা নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি ইসমাঈল সিরাজীর মার্চ ফর হাতপাখা আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তিনটি কনভেনশন একসঙ্গে অনুসমর্থন এক ঐতিহাসিক সিদ্ধান্ত —- শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পরিচালক নির্বাচনে ভোট জালিয়াতি, বোর্ড পুনর্গঠনের নির্দেশ ফায়ার সার্ভিসের ভলান্টিয়ারদের সুযোগ-সুবিধা প্রদান ও প্রশিক্ষণের মান বৃদ্ধির চিন্তাভাবনা করছে সরকার – স্বরাষ্ট্র উপদেষ্টা ঝিনাইদহে নাসিমন চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের নির্দেশ হিমালয় অঞ্চলে জলবায়ু সহনশীলতা গড়তে পানি ন্যায্যতা ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারের আহ্বান –পরিবেশ উপদেষ্টা

সিলেটে নিষ্ক্রিয় করা হলো সুনামগঞ্জ সীমান্ত থেকে বিজিবি কর্তৃক উদ্ধারকৃত ডেটোনেটর ও বিস্ফোরক দ্রব্য

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

০৩ নভেম্বর ২০২৫

বিজিবির অভিযানে সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্তবর্তী ছনবাড়ী এলাকা থেকে উদ্ধারকৃত ০২টি ডেটোনেটর এবং ২৫০ গ্রাম উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করা হয়েছে।

আজ সোমবার (০৩ নভেম্বর) সকালে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় কোম্পানীগঞ্জ উপজেলার অন্তর্গত তেলিখাল এলাকায় এসব ডেটোনেটর ও বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করা হয়। সীমান্তের নিরাপত্তার স্বার্থে এবং সীমান্তবর্তী জনগণের কথা বিবেচনা করে সীমান্ত হতে দূরবর্তী স্থানে এগুলোকে নিষ্ক্রিয় করা হয়।

গত ৩১ অক্টোবর রাতে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিকদল সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্তবর্তী ছনবাড়ী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বালুর স্তুপের নীচে লুকায়িত অবস্থায় ০১টি বিদেশী রিভলবার, ২৫০ গ্রাম ওজনের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক দ্রব্য এবং ০২টি ডেটোনেটর উদ্ধার করে। উদ্ধারকৃত রিভলবারটি বিধি মোতাবেক থানায় হস্তান্তর করা হয় এবং উদ্ধারকৃত ডেটোনেটর ও বিস্ফোরক দ্রব্য আজ নিষ্ক্রিয় করা হলো।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক বলেন- দেশে বিদ্যমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার প্রয়াসে এবং নাশকতার উদ্দেশ্যে এ ধরনের অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি চোরাচালানের সাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা বিধান, মাদকদ্রব্য ও অস্ত্রের অনুপ্রবেশ রোধ এবং অন্যান্য পণ্যের চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা, আভিযানিক কার্যক্রম ও সতর্ক অবস্থানের কারণেই এ ধরনের অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের চোরাচালান প্রতিহত করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও বিজিবির এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৫:৩৫ অপরাহ্ণ
  • ১৭:১৪ অপরাহ্ণ
  • ১৮:৩৩ অপরাহ্ণ
  • ৬:২৭ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102